কথা রাখলেন না দীপুমনি; দিলেন হুঁশিয়ারি।।HSC Exam ।। Jubaer Talk।। Educational Talk

কথা রাখলেন না দীপুমনি; দিলেন হুঁশিয়ারি।।HSC Exam ।।

depumoni


Jubaer Talk।। Educational Talk
Education and Environment related information, news and analysis will be available on this channel, So Please Subscribe This Channel .

"ব্রোকেন ফ্যামিলির" সন্তান হিসেবে আমার জীবনটা আর দশটা খুব স্বাভাবিক ছেলেমেয়েদের থেকে অনেকখানি আলাদা ছিল, সবসময়। সর্বোচ্চ দুই সেকেন্ডে উচ্চারণ করে ফেলা শব্দটা বাস্তবে কতখানি মানসিক যন্ত্রনা দিতে পারে তা আমি জানি। যখন আমার কোন সহপাঠীরা জ্বলজ্বলে চোখে তাদের বাবাদের ভালোবাসার ছেলেমানুষি গল্প করে কিংবা যখন ফেসবুকের টাইমলাইন স্ক্রল করতে করতে কাঁচাপাকা চুলের কোন বাবাকে তার আদরের বাচ্চার সাথে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখি তখন বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগে অনেক, আজও। অভ্যাস হবে না হয়তো কোনদিন। "বাবা" নামের খুব স্বাভাবিক একটা আশীর্বাদ আমার জীবনেই কেন নেই? কেন মানুষটা শুধু আমার মায়ের স্বামী, আমার জন্মদাতা, আমার "বাবা" না?
মাত্র বাইশ বছর বয়সে চোখে হাজারটা রঙিন স্বপ্ন নিয়ে শুরু করা আমার মায়ের সংসারটা শ্মশান হতে খুব বেশিদিন লাগেনি। তবু সেই প্রাণহীন শ্মশান আগলে রেখেছিলেন তিনি প্রাণপণে, বিনা ভালোবাসায় জন্ম নেয়া আমার ছোট ছোট ভাইগুলোর জন্য। প্রতিজ্ঞা করেছিলেন, তার যদি কোনদিন একটা মেয়ে হয়, যে সম্মান তিনি নিজে পাননি, তার শতগুন সম্মানের যোগ্য করে গড়ে তুলবেন তার মেয়েকে। ঈশ্বরের হাজার কৃপায়, সহস্র বছরের পূন্যের বিনিময়ে আমি এই মায়ের গর্ভে জন্মেছিলাম। এস.এস.সি বা এইচ.এস.সি কিংবা মেডিকেল এডমিশান কোন পরীক্ষার সময়ে হল থেকে বের হয়ে আমি অন্যদের মত বাবা মানুষটাকে দেখিনি, দেখেছি দুপুরের কড়া রোদ মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা আমার মাকে। ডায়বেটিস ম্যালাইটাসে মাসল মেদ ক্ষয়ে অর্ধ্যেক হয়ে যাওয়া আমার মাকে দেখে কেউ বলবে না, কি প্রাণশক্তি আছে তার ভেতরে! জন্ম থেকে এই মানুষটিকে একা আমাকে নিয়ে শক্ত হয়ে অটল দাঁড়িয়ে থাকতে দেখেছি। তার কড়া শাসনে অতিষ্ঠ হয়ে হাঁপিয়ে উঠতাম আমি, আমার শত গলাবাজির উত্তরে মা সবসময় একটা কথাই বলতেন, "বড় হও, তখন বুঝবা”। কত বড় হয়েছি জানিনা, তবে এখন বুঝি, তার সমস্ত জীবন ছিলাম আমরা তিনটি ভাইবোন। কোন ঈদে একটির জায়গায় দুইটা জামা না পেয়ে গাল ফুলানো আমি কখনো ভেবে দেখতাম না, জন্ম থেকে আমাকে মাকে কখনো শখ করে নিজের জন্য একটা শাড়িও কেন কিনতে দেখিনি। কলেজে কাজল পরা মেয়েদের দেখে দীর্ঘশ্বাস ফেলে মায়ের নিষেধগুলো ঘৃনা করতাম ঠিকই কিন্তু জন্ম থেকে কোনদিন আমার মাকে কেন কোনদিন সাজতে দেখিনি, প্রশ্নটা মনে আসেনি কখনো। স্বার্থপর আমি সবসময় স্বার্থ নিয়েই মেতে ছিলাম, আমার মা যে কোন ফাঁকে নিজের জীবনটাই আমাদের করে দিলেন দেখিনি কখনো।
সত্যি কথা বলতে, আমার একার চেষ্টা, শ্রম, ধৈর্য, অধ্যাবসায় সবমিলিয়েও ঢাকা মেডিকেলের চৌকাঠ পেরোনোর যোগ্যতা আমার ছিল না। মানুষটা আমার মা, যিনি আমার পাল্লা ভারি করেছিলেন। এডমিশানের তারিখটা যত কাছে আসতে থাকলো, তত মরিয়া হয়ে যাওয়া মানুষটা আমি ছিলাম না। এডমিশান পরীক্ষা দিতে যাওয়ার পথে আল্লাহর নাম নিয়ে বিড়বিড় করে দোয়া পড়তে থাকা মানুষটাও আমি ছিলাম না, আমার মা ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনার পাশাপাশি আমি একটা কাজই করি সেটা হলো টুকটাক লেখালেখি, গল্প বা নিতান্তই নিজের বিশ্বাসের কিছু কথা। কল্পনা আর নিছক ভালো লাগা থেকে শুরু করেছিলাম লেখার অভ্যাসটা, ফেসবুক নামের প্লাটফর্মটা পেয়ে। তারপর নিতান্তই কৌতুহল বশত নিজের লেখাগুলো পাঠাতে শুরু করলাম একটা দুটো প্রতিযোগিতায়, যখন যে সুযোগ চোখে পরে আর কি। লেখালেখির অর্জন বলতে ঝুলিতে আছে বেশকিছু মানুষের শুভকামনা, তাদের হাসিমুখে বলা, "ইচ্ছা, তোমার লেখা অনেক ভালো লাগে।" আর নারী দিবসের লেখনী প্রতিযোগিতার প্রথম পুরষ্কার কিছু বই আর সম্প্রতি পাওয়া ট্রাভেলেটস অফ বাংলাদেশ আয়োজিত ভ্রমনকাহিনী লেখা প্রতিযোগিতায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি ম্যামের হাত থেকে নেওয়া ক্রেস্টখানি৷ আমার মনে হয়, লেখা খুব কঠিন কোন কাজ না যদি কল্পনাটুকু করতে পারো তো। এ ক্ষেত্রে আমি যতটুকুই পারি, অধিকাংশ ক্রেডিট আমার ভাইদুটোকে দেবো। ছোটবেলা থেকে তারা আমাকে কল্পনা করতে শিখিয়েছিলো। মায়ের কড়া শাসনে বড় হতে থাকা অমিশুক ছোট্ট বোনটাকে একটু জিরিয়ে নেওয়ার সুযোগ দিতে তারা আমাকে দাঁড় করিয়ে দিয়েছিলো পাঁচ ফুট লম্বা বিশাল এক আলমারির সামনে। একটু একটু করে টাকা জমিয়ে জমিয়ে কেনা তাদের বইয়ের আলমারি। ক্লাস টুতে পড়ি, যখন আমি প্রথম হাতে তুলে নিয়েছিলাম মোহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখা বই "তিন্নি ও বন্যা"। বানান করে করে গল্পগুলো পড়তে পড়তে আমি প্রথম কল্পনা করেছিলাম তিন্নিকে। মায়ের অনুমতি নিয়ে এখানে ওখানে বাবার সাথে আমি কোনদিন ঘুরিনি ঠিকই কিন্তু কল্পনায় আমি পুরো পৃথিবী চষে বেড়াতাম। এডভেঞ্চার করতাম, ফেলুদার সাথে খুনি কে সেটা বের করতাম, কাকাবাবুর ক্র্যাচের সাথে তাল মিলিয়ে হাটতাম হিমালয়ে। সেই কল্পনার রেশ ধরে এখনো যখন চোখ বন্ধ করি, কোন না কোন গল্প কল্পনা হয়ে আমাকে ধরা দেয়, আর আমি সেটা লিখে ফেলি।
জীবনের ওপর আমার অভিমান জমে ছিল অনেক, সেগুলো সরিয়ে হাসতে শিখছি একটু একটু। অনেক কিছুর পাশাপাশি এইটুকু শিখেছি, জীবনে "কেউ" আমাকে খুশি রাখবে কিনা এ নিশ্চয়তা কেউই দিতে পারেনা। নিশ্চয়তা যেটার আছে সেটা হলো আমার নিজের অর্জন করা যোগ্যতার। নিজের যোগ্যে আগে নিজে খুশি হয়ে নেই তারপর বাকি খুশির জন্য নাহয় অন্যের ওপর নির্ভর করা যাবে। এখন লক্ষ্য দুটো, এক. আমার নান্নান, যিনি আমার মায়ের জীবনের আদর্শ মানুষ, তার অপূর্ণ স্বপ্ন পূরণ করা। তার জন্মস্থান বাগেরহাটের মানুষদের জন্য দাতব্য চিকিৎসার ব্যবস্থা করা। আর দুই. লেখার অভ্যাসটা যদি থাকে তাহলে আমার মায়ের জীবনটা একটি পান্ডুলিপিতে ফুঁটিয়ে তোলা। সারা পৃথিবীর মানুষ আরো একবার জানুক, নিজের ছেলেমেয়ের জন্য একজন মা নিজের সর্বোচ্চ দিয়ে কতদুর যেতে পারেন। অবাক হয়ে তারা দেখুক, সারাজীবন অপমানিত হওয়া মানুষটা কতখানি সম্মানের যোগ্য!
As a girl from a 'broken family', my life was never the same as the other children of the society. I know how much painful a word which is pronounced in a couple of seconds can be. When my classmates gossip about their dad or when I see someone's picture with his father while scrolling facebook, it hurts and this feeling of emptiness will never truly go away. Why am I deprived from the blessing of a father? Why that man is only my mother's husband but not my father?
My mother was married off when she was only twenty two but it didn't take long for her dreams to fade away. Despite that, she held the family together for my little brothers. She promised that if she ever had a daughter, she would raise her to get all the dignity that was taken away from her. It's God's grace that I was born to such a woman. After any exam when I left the exam hall it was not my father that I saw waiting for me outside but it was my mother. Although having diabetes and appearing to be physically frail, no one could imagine what power she holds within. From birth I've seen her being by my side. Whenever I got vexed by her strictness and spoke out she would tell me, 'One day you'll grow up and then you'll understand.' I don't how much I've grown I but I can say this much that we three siblings are her world. On any eid, when I didn't get more than one dress I got sad but I never gave it a thought that she never bought one for her own. When I saw other girls coming to college with eyeliners and got grumpy why my mother would never allow it but never wondered why she never used them herself. I stayed selfish but didn't even know when my mother selflessly sacrificed her happiness for us.
To speak the truth, I never had it in me to get chance in DMC. It's my mother to whom the credit goes. It was her who cared more about it. She prayed to God more than I ever did for my wellbeing.
Besides the academic tasks in DMC, the only other thing I spend my time behind is writing- it might be writing short stories or some insights on my beliefs. It all started as I felt good writing and got a platform on facebook. Then out of sheer curiosity, I started sending them in various competitions. My achievement lies in the good wishes of people and that occasional saying once or twice -'I really enjoyed your work'. Besides these, the first prize in the writing competition on International Women's Day and the crest I got from former foreign minister Dr.Dipu Moni on writing travelogues organized by Travellets of Bangladesh. In my opinion, writing isn't that tough if you know to imagine. Whatever I can write, the credit goes to my brothers. They taught me to imagine. They would let me wonder in front of the five feet tall bookcase filled with books. When I was in class two, I read Md. Zafar Iqbal's 'Tinni and Banna'. As I spelled out the words and read the book, I imagined myself as 'Tinni'. I never had the chance to go out with my dad but in my imagination I traveled the whole world. I would go on exotic adventures, solve cases with Feluda and go on a journey in the Himalayas with Kakababu. Keeping that in mind whenever I close my eyes, something catches my imagination and I pen it down.
I was very much frustrated with life but I've learnt to put these aside and smile for myself. I've come to understand that no one in this world can actually make you happy but what is certain is that I can gain it through my own qualification. That is the most important thing, the rest can wait. Now I've two goals, one is do something for my grandmother. That is to do something charitable for her district Bagherhat. The other one is that if my writing habit stands then to write the life story of my mother. Let the world see what how far a mother can go for her children. Let them marvel at the fact that the person who has been insulted all her life is ultimately the one with the most dignity.
Prapti Amlan Iccha
Previous Post Next Post