ইংরেজি শেখার চেষ্টা করেও কেন লাভ হয় না 🔥💯🔥 ইংরেজি শেখার সহজ সিস্টেম || Jhankar Mahbub
Speaklar app: https://ift.tt/2xpNYa5 Alternative apps: https://ift.tt/2lGWm31 কিচ্ছু চিন্তা না করে Hello English নামের এই এপ তোমার মোবাইলে ইনস্টল করে ফেলো। এটাতে 25টা ধাপ আছে। ইনস্টল করার পর ওপেন করে বলে দাও- "বাংলাদেশী বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষা শিখুন"। তাহলে বাংলা বলে বলে তোমাকে ইংরেজি শিখাবে। উচ্চারণ করে দিবে। এমনকি শিখতে পারলে তোমাকে গেইমসের মতো পয়েন্ট দিবে। প্রতিদিন বিভিন্ন জিনিসের নাম তোমাকে সাজেস্ট করবে। রিমাইন্ডার দিবে। যারা শূন্য থেকে শুরু করতে চায় তাদের জন্য এই এপটা আমার খুবই পছন্দ হয়েছে। . শব্দের উচ্চারণ: বেশিরভাগ ক্ষেত্রে সঠিক উচ্চারণ তোমার মুখ দিয়ে বের হয় না? সেক্ষেত্রে তোমার কাজ হবে, English Pronunciation নামক এপ ইনস্টল করে ফেলা। এইখানে সহজ সহজ ইংরেজি শব্দ দিবে। একটার পর একটা। সেখানে উচ্চারণ করে দিবে এবং সেটা শুনে তুমিও সেই একই শব্দ উচ্চারণ করবে। অর্থাৎ এমন একটা ভাব যে তুমি আরেকজনের সাথে কথা বলতেছো। তোমার উচ্চারণ কতটুকু সঠিক হয়েছে সেই অনুসারে তোমাকে রেটিং দিবে। তুমি চাইলে বারবার প্রাকটিস করতে পারবে। . Listening: চারপাশে এমন কেউ নাই যে বসে বসে আমার সাথে ইংরেজিতে কথা বলবে? টেনশন নেয়ার কিচ্ছু নাই। এই কাজের জন্য আরেকটা এপ আছে। English listening daily সেটা তোমাকে বসে বসে ইংরেজি শিখাবে। স্কুলে-কলেজে-ভার্সিটিতে যাওয়ার পথে সব সময় যে, 'ও সখিনা গেছস কিনা ভুইল্লা আমারে..' শুনতে হবে এমন কোন কথা নাই। মাঝে মধ্যে কানের মধ্যে হেডফোন লাগিয়ে এদের ইংরেজি কথা বার্তা শুনো। একটার পর একটা সিরিয়াল করে ইংরেজি উচ্চারণ করতেছে। একই জিনিস বারবার শুনতে থাকো। তাহলে জিনিসগুলা মাথার মধ্যে একটু একটু করে গেঁথে যাবে। . Speaking: এইবার তুমি কথা বলতে চাও কিন্তু কার সাথে ইংরেজিতে কথা বলবে? সেটার জন্যও একটা এপ আছে, English Speaking Practice। তোমাকে দুইজন মানুষের কথা শুনাবে। তুমি তারপর সিলেক্ট করতে পারবে যে তুমি এই দুইজনের কোন জন হয়ে কথা বলবে। তখন সে এক লাইন বলবে। তারপর তুমি কোন লাইন বলবে সেটা দেখিয়ে দিবে। তুমি দেখে দেখে বলার প্রাকটিস করবে। একই জিনিস চার-পাঁচবার প্রাকটিস করলে কথা বলার জড়তা অনেক কমে যাবে। . Writing: আচ্ছা, আমি কিছুদিন লিসেনিং এবং স্পিকিং প্রাকটিস করলাম। এইবার শুনে শুনে লিখতে চাই। এইটা করার জন্য তুমি English Listen & Write একদম নরমাল কথা বার্তা বলবে। সেটা শুনে শুনে তুমি টাইপ করবে। যদি ঠিক মতো না হয়। তাহলে তোমাকে উত্তর বলে দিবে। . Facebook Group: বোনাস প্রশ্ন: আমি তো ফেইসবুকে আসক্ত এইখান থেকে বের হতে পারতেছি না। টেনশন না করে এই দুইটা ফেইসবুক গরূপে জয়েন করে ফেলো Search English ইংরেজি শিখুন সহজেই - Learn English Simply যেই এপগুলো দিয়েছি সেগুলা আমার ভালো লেগেছে। একই টাইপের আরো অনেক এপ আছে তুমি চাইলে সেই এপগুলো বের করে প্রাকটিস করতে পারো। . Learning Process: একটা কথা মনে রাখবে। তুমি যখন বাংলা শিখা শুরু করছিলা তখন বাংলা ব্যাকরণ, বাক্য গঠন, বানান, উচ্চারণ নিয়ে টেনশন করার দরকার হয়নি। জাস্ট আশেপাশের মানুষেরা কথা বলে গেছে, তুমি শুনেছো বুঝার চেষ্টা করেছো। ইংরেজি শিখার ক্ষেত্রেও একই পদ্ধতি এপ্লাই করবে। তাছাড়া একদিন বা এক সপ্তাহে তুমি বাংলা শিখোনি। ইংরেজিও একদিন, এক সপ্তাহে শিখবে না। এইটার সাথে লেগে থাকবে। প্রাকটিস করবে। বন্ধুদের টিটকারি উপেক্ষা করে তোমার কাজ তুমি চালিয়ে যাও। তাহলে একসময় ইংরেজি বলার বুঝার কনফিডেন্স চলে আসবে।
via YouTube https://youtu.be/oV-M6gZL4yQ
Speaklar app: https://ift.tt/2xpNYa5 Alternative apps: https://ift.tt/2lGWm31 কিচ্ছু চিন্তা না করে Hello English নামের এই এপ তোমার মোবাইলে ইনস্টল করে ফেলো। এটাতে 25টা ধাপ আছে। ইনস্টল করার পর ওপেন করে বলে দাও- "বাংলাদেশী বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষা শিখুন"। তাহলে বাংলা বলে বলে তোমাকে ইংরেজি শিখাবে। উচ্চারণ করে দিবে। এমনকি শিখতে পারলে তোমাকে গেইমসের মতো পয়েন্ট দিবে। প্রতিদিন বিভিন্ন জিনিসের নাম তোমাকে সাজেস্ট করবে। রিমাইন্ডার দিবে। যারা শূন্য থেকে শুরু করতে চায় তাদের জন্য এই এপটা আমার খুবই পছন্দ হয়েছে। . শব্দের উচ্চারণ: বেশিরভাগ ক্ষেত্রে সঠিক উচ্চারণ তোমার মুখ দিয়ে বের হয় না? সেক্ষেত্রে তোমার কাজ হবে, English Pronunciation নামক এপ ইনস্টল করে ফেলা। এইখানে সহজ সহজ ইংরেজি শব্দ দিবে। একটার পর একটা। সেখানে উচ্চারণ করে দিবে এবং সেটা শুনে তুমিও সেই একই শব্দ উচ্চারণ করবে। অর্থাৎ এমন একটা ভাব যে তুমি আরেকজনের সাথে কথা বলতেছো। তোমার উচ্চারণ কতটুকু সঠিক হয়েছে সেই অনুসারে তোমাকে রেটিং দিবে। তুমি চাইলে বারবার প্রাকটিস করতে পারবে। . Listening: চারপাশে এমন কেউ নাই যে বসে বসে আমার সাথে ইংরেজিতে কথা বলবে? টেনশন নেয়ার কিচ্ছু নাই। এই কাজের জন্য আরেকটা এপ আছে। English listening daily সেটা তোমাকে বসে বসে ইংরেজি শিখাবে। স্কুলে-কলেজে-ভার্সিটিতে যাওয়ার পথে সব সময় যে, 'ও সখিনা গেছস কিনা ভুইল্লা আমারে..' শুনতে হবে এমন কোন কথা নাই। মাঝে মধ্যে কানের মধ্যে হেডফোন লাগিয়ে এদের ইংরেজি কথা বার্তা শুনো। একটার পর একটা সিরিয়াল করে ইংরেজি উচ্চারণ করতেছে। একই জিনিস বারবার শুনতে থাকো। তাহলে জিনিসগুলা মাথার মধ্যে একটু একটু করে গেঁথে যাবে। . Speaking: এইবার তুমি কথা বলতে চাও কিন্তু কার সাথে ইংরেজিতে কথা বলবে? সেটার জন্যও একটা এপ আছে, English Speaking Practice। তোমাকে দুইজন মানুষের কথা শুনাবে। তুমি তারপর সিলেক্ট করতে পারবে যে তুমি এই দুইজনের কোন জন হয়ে কথা বলবে। তখন সে এক লাইন বলবে। তারপর তুমি কোন লাইন বলবে সেটা দেখিয়ে দিবে। তুমি দেখে দেখে বলার প্রাকটিস করবে। একই জিনিস চার-পাঁচবার প্রাকটিস করলে কথা বলার জড়তা অনেক কমে যাবে। . Writing: আচ্ছা, আমি কিছুদিন লিসেনিং এবং স্পিকিং প্রাকটিস করলাম। এইবার শুনে শুনে লিখতে চাই। এইটা করার জন্য তুমি English Listen & Write একদম নরমাল কথা বার্তা বলবে। সেটা শুনে শুনে তুমি টাইপ করবে। যদি ঠিক মতো না হয়। তাহলে তোমাকে উত্তর বলে দিবে। . Facebook Group: বোনাস প্রশ্ন: আমি তো ফেইসবুকে আসক্ত এইখান থেকে বের হতে পারতেছি না। টেনশন না করে এই দুইটা ফেইসবুক গরূপে জয়েন করে ফেলো Search English ইংরেজি শিখুন সহজেই - Learn English Simply যেই এপগুলো দিয়েছি সেগুলা আমার ভালো লেগেছে। একই টাইপের আরো অনেক এপ আছে তুমি চাইলে সেই এপগুলো বের করে প্রাকটিস করতে পারো। . Learning Process: একটা কথা মনে রাখবে। তুমি যখন বাংলা শিখা শুরু করছিলা তখন বাংলা ব্যাকরণ, বাক্য গঠন, বানান, উচ্চারণ নিয়ে টেনশন করার দরকার হয়নি। জাস্ট আশেপাশের মানুষেরা কথা বলে গেছে, তুমি শুনেছো বুঝার চেষ্টা করেছো। ইংরেজি শিখার ক্ষেত্রেও একই পদ্ধতি এপ্লাই করবে। তাছাড়া একদিন বা এক সপ্তাহে তুমি বাংলা শিখোনি। ইংরেজিও একদিন, এক সপ্তাহে শিখবে না। এইটার সাথে লেগে থাকবে। প্রাকটিস করবে। বন্ধুদের টিটকারি উপেক্ষা করে তোমার কাজ তুমি চালিয়ে যাও। তাহলে একসময় ইংরেজি বলার বুঝার কনফিডেন্স চলে আসবে।
via YouTube https://youtu.be/oV-M6gZL4yQ
Post a Comment